আসসালামু-আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, ইসলামিক গ্রন্থাগারে আপনাকে স্বাগতম। Online এ ছড়িয়ে ছিটিয়ে থাকা ইসলামিক বইগুলো একত্রিত করে গোছালো সাজানো এক ইসলামিক বই ভিত্তিক ব্লগ সাইট।

মুক্ত বাতাসের খোঁজে - লস্ট মডেস্টি

মুক্ত বাতাসের খোঁজে


বইঃ মুক্ত বাতাসের খোঁজে
সম্পাদনাঃ আসিফ আদনান
শার’ঈ সম্পাদনাঃ শাইখ মুনীরুল ইসলাম ইবনু যাকির

পর্নোগ্রাফির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির অনলাইন প্ল্যাটফর্ম ‘লস্ট মডেস্টি ব্লগ’ নিয়ে এসেছে এ বিষয়ে বাংলা ভাষার প্রথম বই ‘মুক্ত বাতাসের খোঁজে’। নীল রঙের অন্ধকারে দিশেহারা, উদ্ভ্রান্ত মানুষকে মুক্তির পথ দেখাতে, নিদারুণ দুঃসময়ে জীবনের পক্ষে দাঁড়িয়ে মানবতার জয়গয়ান গাইতে ……


পর্ন-আসক্তি কত ধ্রুপদী প্রেমিক, মৌলিক মানুষ আর স্নিগ্ধ নারীদের হৃদয় ভেঙেছে, কত মমতাময়ীদের পাখির নীড়ের মতো চোখে অশ্রুর ঝুম বৃষ্টি নামিয়েছে, কত রঙিন স্বপ্ন মুকুলেই ঝরে গেছে এই আসক্তির কারণে, তার কোনো হিসেব কি কেউ কোনোদিন করেছে?
শিশুনির্যাতন, ধর্ষণ, অজাচার, হত্যা, মানবপাচার, মাদক, এইডস, সমকামিতা, হতাশা, আত্মহত্যা, বিবাহবিচ্ছেদ, হত্যা… এটি এমনই এক নির্দয় পৃথিবী।
আপনাকে স্বাগতম!

যে জীবন ছিল ঘাসফুল আর মাতৃসম রুপালি জলের ঘ্রাণ নেয়ার, ফাগুনের অনন্ত নক্ষত্রবীথির নিচে দাঁড়িয়ে তারা গোনার, ফড়িং আর প্রজাপতির পেছনে দৌড়ে বেড়ানোর, যে জীবন ছিল আলিফ লায়লা আর সিন্দাবাদের, যে জীবন ছিল ফাঁদ পেতে শালিক ধরার, পুকুরে বড়শি ফেলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার, যে জীবন ছিল রূপকথার খেলাঘরে হারিয়ে যাবার, সেই জীবনে ভর করল অনেক জটিলতা, অস্থিরতা। অনাবিষ্কৃত আকাঙ্ক্ষাগুলো একে একে আবিষ্কৃত হলো, সেই আকাঙ্ক্ষাগুলো বিকৃত উপায়ে পূরণ করে দিতে এগিয়ে এল প্রযুক্তি।
আমরা ভাঙতে থাকলাম। আমরা হারিয়ে গেলাম ভুল স্রোতে।
এক আকাশ শ্রাবণের সঙ্গে আজীবন সখ্যতা হলো আমাদের।
আমরা নষ্ট হলাম।

ভাই আমার, অন্ধকার রুমে একা একা বসে পর্ন দেখে আর হস্তমৈথুন করে হতাশা আর অস্থিরতায় জীবনটা দুর্বিষহ করে তুলছ কেন? রুম থেকে একটু বের হও। দেখো কত সুন্দর একটা পৃথিবী তোমার জন্য অপেক্ষা করে আছে। বন্ধুদের সাথে আড্ডা দাও, দলবেঁধে ঘুরতে যাও, সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটো, শুয়ে থেকে আকাশ দেখো, বৃষ্টিতে ভেজো, মাঠে খেলাধুলা করো, সাইক্লিং করো, দৌড়াও। খুব বেশি হতাশ লাগলে, মন খারাপ হলে মসজিদে যাও। তাক থেকে কুরআনের একটা কপি তুলে নাও। যেকোনো পেইজ বের করে পড়তে শুরু করো, দেখবে হতাশা, মন খারাপ কোথায় পালিয়ে যাবে! স্রেফ মসজিদে বসে থাকলেও দেখবে মন ভালো হয়ে যাবে।

ভাই আমার, নীল অন্ধকারে আর কতোকাল মাথাকুটে মরবে? কেন তুমি শুরু করছোনা আলোর পথে তোমার সেই অভিযাত্রা? কবে তুমি বের হবে মুক্ত বাতাসের খোঁজে? একবার বের হয়েই দেখনা… মিতালি হবে ঘাসফড়িং আর শিশিরের সঙ্গে।পাবে নীলাকাশ, ঘাসফুল। পাবে মাটি,মানুষ, মৌলিক ভালোবাসা।
পাবে ধ্রুপদী আনন্দ।
আনন্দম আনন্দম আনন্দম…… (Copy to Lostmodesty )


বইটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড অপশনে ক্লিক করুন।

ডাউনলোড



আমাদের সোশাল পেজগুলো তে ভিজিট করতে নিচের লিংক গুলোতে ক্লিক করুন

    Facebook            Twitter            Instagram            Youtube

No comments

Powered by Blogger.